
পাতালকালী মন্দির একতা সংঘের সরস্বতী পূজা উদযাপন
নগরীর পশ্চিম ফরিদাপাড়াস্থ শ্রী শ্রী পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে গতকাল ২ ফেব্রুয়ারি, রবিবার মায়ের শুভ অধিবাস ও ঘট স্থাপন এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার মায়ের পূজা, পুষ্পাঞ্জলি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শঙ্খধ্বনি, ভোগ, মহাপ্রসাদ, ধর্মীয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সবুজ মিত্র মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, শ্রীমৎ গোপাল গিরি মহারাজ, শ্রীমৎ বরুণানন্দ গিরি মহারাজ, আশীষ ধর, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ বিশ্বাস, বিপ্লব পাল, রিটন চৌধুরী, সুনীল দত্ত, সেন্টু দাশ, রাকেশ মিত্র, ইমন দাশ, নয়ন চক্রবর্তী, উজ্জ্বল দে, সঞ্জয় পাল, সুফল পাল, রুবেল ধর, নিতাই রুদ্র। দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, বিমূঢ় যুগের অন্ধকার নগরে যিনি জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন, সেই আরাধ্য দেবী সরস্বতী।