বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পাটনায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি দুস্কৃতীদের, মা ও মেয়ের মৃত্যু, গৃহকর্তা আহত

পাটনায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি দুস্কৃতীদের, মা ও মেয়ের মৃত্যু, গৃহকর্তা আহত

 

 

ভারতের বিহাররাজ‍্যের পাটনায় শুটআউট। দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি করে মা ও মেয়েকে খুন করল দুস্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহকর্তা। পুলিশ জানিয়েছে, আহত ব‍্যক্তির নাম ধনঞ্জয় মেহেতা। দুস্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মহালক্ষী এবং ১৯ বছরের মেয়ের। পুলিশের তরফে সোমবার (৯ জুন) এই ঘটনা প্রকাশ‍্যে আনা হয়। জানা যায়, ধনঞ্জয়ের বাড়ির কাছে নিয়মিত মাদক সেবন করত একদল যুবক। এই নিয়ে মাঝে মধ‍্যেই ওই যুবকদের সঙ্গে ঝামেলা হত ধনঞ্জয় ও তাঁর স্ত্রীর। সম্প্রতি এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ধনঞ্জয় ও তাঁর স্ত্রী। এই ঘটনায় একজনকে গ্রেফতার ও করেছিল পুলিশ। অনুমান করা হচ্ছে, তারই বদলা নিতে গুলি করে হত‍্যা করা হয়েছে ধনঞ্জয়ের স্ত্রীও তাঁর মেয়েকে। এই ঘটনার পর ধনঞ্জয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই এলাকায় বেশকিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। দুস্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা প্রকাশ‍্যে আসতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ‍্যমন্ত্রী নীতিশ কুমারের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী তেজস্বী যাদব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn