সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পাটকেলঘাটার বাজার শীতের সবজিতে ভরা

পাটকেলঘাটার বাজার শীতের সবজিতে ভরা

 

সাতক্ষীরার পাটকেলঘাটাসহ আশেপাশের বাজারগুলো শীতকালীন সবজিতে ভরা। কাঁচা বাজারের প্রত্যেকটি দোকানে থরে থরে সাজানো শীতের সবজি। নগরঘাটার মৌলভীবাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা বাজারে শীতকালীন সবজিতে ঠাসা। একই চিত্র, মাগুরা, খলিষখালি, তেতুলিয়া, নওয়াপাড়া, ধানদিয়া, নগরঘাটাসহ বিভিন্ন বাজারে। এসব বাজারে শীতের সবজিতে সয়লাব। বড্ড আক্রা। ফলে গরিবের নাগালের মধ্যে রয়েছে এসব সবজি। দামে দাপট দেখাচ্ছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটো। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম চড়া। দাম কমার কোনো লক্ষ্মণ নেই।
বুধবার সকালে মৌলভীবাজারে প্রধান সবজি বাজারে গিয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন পুড়ছে তাদের।
এসব বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০ টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি। সবজি বিক্রেতা মোঃ ফজলুর রহমান ও মফিজুল হালদার জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা থেকে নেমে এখন কেজি প্রতি ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা, টমেটো ১৫০ টাকা ও পেঁয়াজের কালি ১৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা আরো জানান, অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫৫ টাকা, চুপড়ে আলু ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৫০ টাকা, পটোল ৪০ টাকা, ওলকপি ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, মুলা ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn