সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

পাঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে মৃত১, ধ্বংসস্তূপের নিচে আটক বহু, উদ্ধারে নামল সেনা

পাঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে মৃত১, ধ্বংসস্তূপের নিচে আটক বহু, উদ্ধারে নামল সেনা

 

ভারতের পাঞ্জাবের মোহালিতে মর্মান্তিক দুর্ঘটনা। সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। দুর্ঘটনার জেরে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেকেই। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে সেনাও। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (২১ ডিসেম্বর ) সন্ধ‍্যায় মোহালির সোহানা এলাকায় ৬ তলা হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীদের তরফে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা। দেখা যায়, ৬ তলা ওই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে রাজ‍্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজে হাত লাগায় সেনা। স্থানীয়দের দাবি, এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জিম রয়েছে। সেখানে অনেকেই শরীরচর্চা করছিলেন। প্রথম তলায় বাচ্চাদের টিউশন চলছিল। এবং তৃতীয় তলায় পেয়িং গেস্ট হিসেবে থাকতেন বেশ কয়েকজন যুবতী। দুর্ঘটনার জেরে তাঁরা সকলেই চাপা পড়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn