
পাক হাইকমিশনের কর্মীকে অবাঞ্চিত ঘোষণা, ২৪ ঘন্টার মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ
পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। পাকিস্তানের হাইকমিশনে কর্মরত সেই পাকিস্তানি কর্মীকে অবাঞ্চিত বলে ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রক সূত্রে খবর, সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার জন্য পাকিস্তানি কর্মীকে অবাঞ্চিত বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ওই কর্মীকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ” পাসোনা নন গ্রাটা” হিসেবে ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল ( ডিজিপি) গৌরব যাদব জানান, পাক হাইকমিশনের ওই ব্যক্তি ভারতীয় সেনার গতিবিধি নিয়ে নানান গোপন তথ্য পাকিস্তানের হ্যান্ডলারকে পাচার করতেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে এ সংক্রান্ত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য। সংঘর্ষ বিরতির মাঝেই পাক দূতাবাসের আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশে ইসলামাবাদ এর পাল্টা কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।