
পাক গোয়েন্দা সংস্থার গুপ্তচরবৃত্তিঃ উত্তরপ্রদেশের ব্যবসায়ী গ্রেফতার
ভারতের উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী শাহজাদকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েকবছর ধরে প্রায়শই পাকিস্তানে যাতায়াত করত। বেআইনিভাবে ব্যবসা ও চালাত। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাদকে। জানা যায়, গত কয়েকবছর ধরে সে বারবার পাকিস্তান গিয়েছে। ২ দেশেই বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। ব্যবসার আড়ালেই সে চরবৃত্তি করত। পাকগোয়েন্দা সংস্থা আইএসআইকে ভারতীয় টাকা এবং ভারতীয় সিমকার্ড জোগাত বলে অভিযোগ শাহজাদের বিরুদ্ধে। বেশকিছুদিন তার গতিবিধি পর্যবেক্ষণ করার পর তাকে গ্রেফতার করা হয়। এর আগে পাকিস্তানের হয়ে চরবৃত্তি অভিযোগে গ্রেফতার হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রা।
Post Views: ৮৬