সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট, আসামে আরও ৩ যুবক গ্রেফতার 

পাকিস্তানকে সমর্থন করে পোস্ট, আসামে আরও ৩ যুবক গ্রেফতার

 

ভারতে রাষ্ট্রদ্রোহীরা একের পর এক পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ‍্যমে পোস্ট করেই চলেছেন। বৃহস্পতিবার (৮ মে) কাছাড়জেলার শিলচরে এক যুবক গ্রেফতারের পর রাজ‍্যে আরও ৩ যুবককে শুক্রবার (৯ মে) গ্রেফতার করে পুলিশ। এদিন ধুবড়ি থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করে একটি ভিডিও ফেসবুকে আপলোড করে বলে অভিযোগ। অভিযুক্তরা হলেন,আলমগঞ্জের বাসিন্দা আবুবিন মিরাজ উদ্দিন শেখ এবং গৌরীপুর থানার  পুবের গাঁও গ্রামে আরিফ হোসেন। অপর দিকে বরপেটার আজিবর রহমান নামে এক যুবক সামাজিক মাধ‍্যমে রাষ্ট্র এবং ধর্ম বিরোধী মন্তব্য করায় বজরং দল এবং হিন্দু পরিষদের পক্ষ থাকে বরপেটা রোড পুলিশ থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এক বিশেষ সুত্রে জানতে পারে,. যুবকটি তেলেঙ্গানায় পালিয়েছে। অবশেষে বরপেটা রোড থানা পুলিশ থানার এসআই বিতু বরার নেতৃত্বে একটি পুলিশের দল তেলেঙ্গানায় উপস্থিত হয়ে অভিযান চালিয়ে আজিবর রহমান নামের যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজিবরের গ্রামের বাড়ি বরপেটা জেলার কাছুমারা পুলিশ থানার অন্তগর্ত চাংবাধা গ্রামে। বৃহস্পতিবার (৮ মে) আজিবরকে বরপেটা রোড পুলিশ থানায় নিয়ে আসা হয় এবং তাকে বরপেটা আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn