
পাঁশকুড়া ব্লকের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন
আজ ৩রা ফেব্রুয়ারী সোমবার, সারা দেশে যখন সরস্বতী পূজোয় মেতে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বাড়ীর পুজো ও ক্লাবের পূজোয়, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নতুন কলোনীর বাসিন্দারা বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন। এবং নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করলেন।
বছরে এই একটা দিন কলোনির সবাই একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করেন, কেউ পেশায় শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা ভিন্ন কোন নিযুক্ত, কেউ গৃহবধূ আবার সঙ্গে রয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। পুজোর কয়েকটা দিন একসাথে খাওয়া দাওয়া , আনন্দ উৎসবে মেতে ওঠেন কলোনীর বাসিন্দারা।
সুসজ্জিত সাবেকী সরস্বতী প্রতিমার উন্মোচন করেন, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পুজোর দিন সবাই নতুন জামা কাপড় পড়ে আনন্দে মেতে উঠেন কলোনীর মহিলারা। থাকে ভোগের আয়োজন, এবং এই কটা দিন সমস্ত রাগ অভিমান ভেদাভেদ ভুলে সকলে মিলিত হন মণ্ডপে। সকাল থেকে এই এলাকার প্রতিবেশীদের আনাগোনা। এই পুজো দেখতে ভিড় জমান আশপাশের ও পথ চলতি মানুষজন।