রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

পাঁশকুড়ার মহৎপুর এলাকায়, দোকানের পিছনের গ্ৰিল কেটে দুঃসাহসিক চুরি

পাঁশকুড়ার মহৎপুর এলাকায়, দোকানের পিছনের গ্ৰিল কেটে দুঃসাহসিক চুরি

 

আজ ৪ঠা মার্চ মঙ্গলবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মহৎপুর এলাকায়, দোকানের পিছনের গ্ৰিল কেটে দুসাহসিক চুরির ঘটনা ঘটলো।

জানাজায় মহৎপুর বাইপাস লাগোয়া একটি মোবাইল ও ইলেকট্রনিক শোরুমে এই চুরির ঘটনা ঘটেছে , সম্প্রতি দোকানটি উদ্বোধন হয়েছিল গত ২রা মার্চ। দোকান খুলতে এসে দেখেন দোকানের মালিক বেশ কিছু জিনিস খোয়া গেছে, তৎক্ষণাৎ দোকানের চতুর্দিক ঘুরে দেখেন দোকানের মালিক, তিনি বলেন পিছনে যে ছোট গ্রিলটি রয়েছে সেটি ভাঙ্গা।

এরপর তিনি লক্ষ্য করেন ৩৩ টি মোবাইল ফোন, একটি হোম থিয়েটার, গ্যাস ওভেন, ইন্ডাকশন, পার্টি বক্স, কুড়িটি হেডফোন , ৩৯ টি নেট ব্যান্ড, ৩০ টি স্মার্ট ওয়াচ, ২০৭ টি ব্যাক কভার ,৪৩ টি প্যাকেট গ্লাস সহ একাধিক জিনিস খোওয়া গিয়েছে।

এরপর তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক আলাজউদ্দিন, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,

ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ, এবং সমস্ত কিছু ঘুরে দেখেন, থানা সূত্রে জানানো হয় এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হচ্ছে, তবে কত টাকার জিনিস চুরি হয়েছে, সম্পূর্ণভাবে হিসাব পাওয়া যায়নি, দোকানের মালিকের হিসাব মত প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn