পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো- দিনাজপুর, কুষ্টিয়া, ভোলা, নাটোর এবং মাদারীপুর। গতকাল ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোসা. তানিয়া ফেরদৌসকে মাদারীপুরের এডিসি, পঞ্চগড় তেতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহাকে দিনাজপুরের এডিসি, বরগুনা সদর ইউএনও মো. কাওছার হোসেনকে কুষ্টিয়ার এডিসি, ঝালকাঠি সদর ইউএনও সাবেকুন নাহারকে ভোলার এডিসি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএনও মো. আরিফ হোসেনকে নাটোরের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।