সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে রেলওয়ের সম্পত্তির লীজকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে রেলওয়ের সম্পত্তির লীজকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

জয়পুরহাটর পাঁচবিবিতে রেলের সম্পত্তি দখলকে কেন্দ্র করে জাফরুল ইসলাম নামে এক ব্যক্তি ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জাফরুল উপজেলার রাধাবাড়ী গ্রামের মৃত ছামসুদ্দিন মন্ডলর ছেলে।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পূর্ব পুরুষ থেকে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি বিধি মোতাবক লিজ নিয়ে রাধাবাড়ী মৌজার জেল নং ৬৭, খতিয়ান নং ০২, দাগ নং ১৪ অংশ ভোগদখল করে আসছি। জমির পরিমান জলাশয় ০.৫০ শতক ও বনায়ন ০.৩০ শতক । এই সম্পত্তির সাথে আমার পৈত্রিক সম্পত্তিও রয়েছে। আমার নামীয় সম্পত্তি ২০২০ সালে আমার দুই পুত্র জাফর ইমাম ও জাফর হাসানের নামে পরিবর্তন করি। ১৪৩০ সাল পর্যন্ত জমির খাজনা পরিশোধ করা আছে। যাহার লাইসেন্স নং ১১০০৬। তিনি আরো বলেন, এই সম্পত্তিটি পৌরসভার পাঁচবিবি গ্রামের খোকন বক্সের ছেলে মমিনুল ইসলাম মিঠু তার ভাই মিন্নুর, রকি, রবি ও রাকিব জমি লীজ পেয়েছে মর্মে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। গত ১৪ ফেব্রæয়ারী তারা ইরি-ধান রোপন করতে গেলে আমি তাদের বাধা দিলে তার ৪ ভাই সহ ১০/১২ জন আমার উপর অতর্কিত হামলা করে। আমার আত্ম চিৎকার প্রতিবশীরা এগিয়ে তারা চলে যায়। আমি ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এঘটনায় আমি, আমার ছেলে ও শ্যালক আঘাতপ্রাপ্ত হই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn