রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ থানায় অভিযোগ

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ থানায় অভিযোগ

 

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের দিনমজুর এক কুলির যুবতী মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এমন অভিযোগে থানায় ০৬-০৪-২৫ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে।

থানায় লিখিত অভিযোগ জানা যায়, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মোঃ মহির উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ের সাথে উপজেলার শাহাজাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে অভিযুক্ত মোঃ আজিজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আজিজুলের উৎপাতে ২’বছর আগে মেয়ের পড়ালেখা বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়েও দেয়। এক পর্যায়ে লম্পট প্রেমিক মেয়ের স্বামীকে মানসিক চাপে ফেলে তাকে তালাক দিতে বাধ্য করে। এরপর থেকে মেয়েটা বাবার বাড়িতে অবস্থান করার সুযোগে আজিজুল পুনরায় যোগাযোগ ও প্রায় দেখা করতে। একসময় ওই মেয়েকে বিয়ের প্রলোভনে প্রথমে জয়পুরহাট আবাসিক হোটেলে, বন্ধুর বাড়িতে ও বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে মেয়েটি তাকে বিয়ে করতে বললে নানা তালবাহানা করে ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে গত ৫ এপ্রিল শনিবার মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। পরিবারের দাবি, ওই ছেলের কারণে তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান ভুক্তভোগীর মা-বাবা। এবিষয়ে জানতে আজিজুলের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে পাঁচবিবি থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহেদী সাংবাদিকদের বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn