
পাঁচবিবিতে পরকীয়া : হাতেনাতে আটক দুই
পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে,বৃদ্দিগ্ৰামের ও আবার পাড়া গতকালশুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে বৃদ্দিগ্ৰামের মোঃ হাসান মতিউর রহমানের ছেলে মোঃ আতিক হাসান(৩০) পাশ্ববর্তী আবার পাড়া গ্ৰামে মোঃ বাবুল হোসেন মেয়ে মোছাঃ বেবী খাতুন এর সাথে পরকীয়া লিপ্ত হয়েছে।
গতকাল ১৪ ফেব্রুয়ারি রাতে গ্ৰামবাসী শবেবরাতের ইবাদত শেষ করে আসার পথে মেয়ের বাবার বাড়িতে চিল্লাচিল্লি শুইনা তার লোকজন সেখানে উপস্থিত ও প্রত্যক্ষদর্শীরা সবাই মিলে আটক করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা সবাই অনেক আগেই থেকে তাদের চলা ফেরা অন্য রকম ছিল। এবং মেয়ের স্বামী আছে সৌদি প্রবাসী এবং ছেলে এর আগে ২বিয়ে করেছে এবং ২ স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ রানু মন্ডল ও গ্ৰাম পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে, ছেলে/ মেয়েকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে তাদেরকে গ্ৰাম্য আদালতে বিচার অনুযায়ী আইনের আওতায় আনা হবে।
গ্ৰামবাসীর আকুল আবেদন তাদেরকে যেন আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করা হয়।