
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে, হিন্দু ধর্ম গুরু হিরন্ময় গোস্বামীর উপরে দুষ্কৃতিদের হামলা
আজ ৩রা এপ্রিল বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে, হিন্দু ধর্ম গুরু হিরণ্ময় গোস্বামর উপর দুষ্কৃতী হামলা, তিনি বলেন এটা প্রথম নয়, এর আগেও বহুবার হামলা হয়েছে, ফেসবুকে পোস্ট বিরোধী দলনেতার,
গতকাল মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে, হিন্দু ধর্মগুরুর উপরে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, গলার পিছনে দড়ি দিয়ে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাথায় জটা কেটে নেয় জনা কয়েক দুষ্কৃতি, এমনটাই অভিযোগ হিরন্ময় প্রভুর।
বৃন্দাবনের রাধাকুঞ্জের মহারাজ হিরন্ময় গোস্বামী গতকাল দাসপুরে একটি ভগবত পাঠের কর্মসূচি শেষ করে রাস্তায় বেরিয়ে ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চেষ্টা করে। শুধু গতকাল নয়, এর আগেও মালদা ,শিলিগুড়ি ইত্যাদি বিভিন্ন জায়গায় তার উপর হামলা হয়েছিল বলে ,হাইকোর্টের তরফে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু হিরন্ময় প্রভুর অভিযোগ তিনি সঠিকভাবে নিরাপত্তা পান না, যার দরুন তার উপর বারবার হামলা চালায় দুষ্কৃতীরা, গতকাল হামলার পর তাকে দাসপুরের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তমলুকে রেফার করা হয়, বর্তমানে তিনি তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে ফেসবুকে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ধর্ম গুরুরা নিরাপদ নন দাবী শুভেন্দু। আজ দুপুরে সাধু সন্ততীদের পক্ষ থেকে দেখতে আসেন আহত হিরন্ময় গোস্বামীকে।