রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিম মেদিনীপুর জেলার, ঝাড়খন্ডে মাওবাদী অভিযানে, শহীদ হলেন বাংলার জোয়ান

পশ্চিম মেদিনীপুর জেলার, ঝাড়খন্ডে মাওবাদী অভিযানে, শহীদ হলেন বাংলার জোয়ান

 

আজ ২৪ শে মার্চ সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ঝাড়খন্ডে, মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণের শহীদ সি আর পি এফ এর ১৮০ ব্যাটালিয়নের এ এস আই সুনীল মন্ডল। শহীদ এ এস আই সুনীল মন্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্ৰামে।

শনিবার ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান, বাড়িতে রয়েছে শহীদ জওয়ানে স্ত্রী লক্ষ্মী মন্ডল ও তাদের তিন ছেলেও এক মেয়ে, সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান,

মৃতদেহ রবিবার রাতে গোয়ালতোড়ের বাড়িতে এসে পৌঁছায়, মৃতদেহর শেষকৃত্য করার আগে, গার্ড অফ ওনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী পক্ষ থেকে। গোয়ালতোড় এলাকাতেই রয়েছে সি আর পি এফের একটি ক্যাম্প, সেখানকার আধিকারিকরাও মৃত জোয়ানের বাড়িতে পৌঁছান।

সুনীল মন্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকে গোটা গ্রাম শোকস্তব্ধ , কয়েকদিন আগেই ফোনে কথা হয়েছিল ,এই সপ্তাহে শেষের দিকে বাড়িতে আসবেন সুনীল, তবে যেই সময় বাড়ি ফেরার কথা, তার অনেক আগেই পৌঁছালো তবে কফিন বন্দী হয়ে, সুনীল মন্ডলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবারসহ গোটা গ্রাম। এলাকায় শুভেচ্ছা নেমে আসে। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn