রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকা ,শলিডিহাতে হাতির হানায় মৃত এক

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকা ,শলিডিহাতে হাতির হানায় মৃত এক

 

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়, সাত সকালেই হাতির হানায় মৃত্যু এক জনের, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শলিডিহা গ্ৰামে।

গ্রামের নিমাই ভূঁইয়া নামে ৬৫ বছরের এক বৃদ্ধা, সকালবেলা উঠে দাঁড়িয়ে ছিল বাড়ির কাছে। হঠাৎ মাঠের দিক থেকে একটি হাতি এসে গ্রামে ঢুকে যায় , কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে মাথায় করে ফেলে পা দিয়ে লাথি মারতে থাকে, এতেই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন।

পরক্ষণেই হাতিটি গ্রাম থেকে বেরিয়ে চলে যায় , খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে, তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা ও পুলিশ এসে মৃত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে গ্রামবাসীরা এখনো যথেষ্ট আতঙ্কে রয়েছে।

বারবার একই ঘটনা ঘটছে এলাকায়, তারপরেও উদাসীন বন দপ্তর , বন দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ,তাদের সঙ্গেই ও বৃদ্ধা এসে কথা বলছিলেন হঠাৎ করে হাতিয়ে এসে তাকে আক্রমণ করে, সাতসকাল এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের। এইভাবে আক্রমণ করলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকাটা মুশকিল হয়ে পড়েছে। হাতির হানায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn