মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিম মেদিনীপুরে কেশপুরের রাজপথে, ওয়াকাফ বিল বাতিলের দাবীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ

পশ্চিম মেদিনীপুরে কেশপুরের রাজপথে, ওয়াকাফ বিল বাতিলের দাবীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ

 

আজ ৭ই এপ্রিল সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়, ওয়াকার বিল বাতিলের দাবীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ রাজপথে।

কেন্দ্রীয় সরকার ওয়াকাফ বিল নতুন করে সংশোধন করে সংসদের দুই কক্ষে পাস করানোর পর , রাষ্ট্রপতি সই করে আইনে পরিণত করেছে। আজ তারি প্রতিবাদে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের মুগবসানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পথে নেমে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন।

তাদের দাবী এই নতুন আইন মুসলিম সম্প্রদায়ের মানুষ জনদের জনস্বার্থ বিরোধী, তাই অবিলম্বে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথের নামবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা। মুখবাসান গ্রামের শেখ মোহাম্মদ আজিজুল রহমান বলেন, কেন্দ্রীয় সরকার সংসদ ভবনে তার সংখ্যাগরিষ্ঠতার যেরে এই ওয়াকাফ বিল তীব্র বিরোধিতা সত্ত্বেও জোর করে পাস করিয়ে নেয়। পরবর্তীকালে তা রাতের অন্ধকারে রাষ্ট্রপতির সই এর মাধ্যমে আইনে পরিণত হয়েছে। এতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের ক্ষমতা খর্ব করা হয়েছে।

পাশাপাশি তিনি আরও বলেন, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঈদগা ,মাদ্রাসা ও কবরস্থান দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করার। কিন্তু কেন্দ্রীয় সরকার এই আইন পাশের মধ্য দিয়ে তা কেড়ে নিতে চেয়েছে, আমরা তা কোনভাবেই মেনে নেব না। এরই প্রতিবাদে আমরা আগামী ১০ই এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছি।

সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন, আপনারা সবাই সমাবেশে যোগদান করুন , তিনি বলেন ইতিমধ্যেই বিজয়নগরের কবর স্থান সিজ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী আমল থেকে যে ক্ষমতা ক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে ছিল, এই ওয়াকাফ বিল পাশ করার পর তা লঙ্ঘিত হলো। যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই কালা আইন প্রত্যাহার করছেন ততদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো, তাই সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন, ১০ই এপ্রিল এই প্রতিবাদে সামিল হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn