
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়, শস্য বীমা টাকার দাবীতে কৃষকরা আন্দোলন
আজ ৭ই এপ্রিল মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপায়ে, শস্য বীমার টাকা না পেয়ে কৃষকরা আন্দোলন ও বিক্ষোভ দেখালেন।
২০২৪ সালের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকাগুলি বন্যার জলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকার কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করেন।
চাষীদের দাবী এলাকার সহ কৃষি অধিকর্তা সঠিকভাবে রিপোর্ট না পাঠানোর জন্য আমরা ক্ষতিপূরণ পাচ্ছিনা। কৃষক উমাকান্ত মন্ডল বলেন, আমরা সরকারের এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলাম আধিকারিকদের ভুলে, সরকারি আধিকারিকরা যদি সঠিকভাবে তথ্য পাঠাতো, তাহলে আমরা আজকে শস্য বীমার টাকা পেতাম।
অন্যদিকে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কৃষি অধিকর্তা জানান এটা আমাদের কোন বিষয় নয় আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছি জেলায়, জেলা কি করছেন আমি বলতে পারব না, এদিন চন্দ্রকোনা এক ব্লকের কৃষকরা প্রথমে তারা কৃষি সহ অধিকর্তাকে ডেপুটেশন দেয়, সহ অধিকর্তার পদত্যাগ দাবী করেন, কৃষি সহ অধিধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা, ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ,কয়েক ঘন্টা পর পুলিশ হস্তক্ষেপে অবরোধ উঠে। রাস্তায় যানজটের সৃষ্টি হয়।