রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকে, হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকে, হাতির হানায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য

 

আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশিয়াড়ী ব্লকের হাতি গেড়িয়ার জঙ্গলে, হাতির হানায় মৃত এলাকার এক যুবকের। ঘটনাটি ঘটে ৩০ শে নভেম্বর। মৃত যুবকের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেন।

পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত, পারিবারিক আর্থিক সাহায্য ৫ লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক পরেশ মুর্মু, সঙ্গে ছিলেন বেলদা রেঞ্জের আইসি বিশ্বজিৎ হালদার, উপপ্রধান কালাচাঁদ সানকি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মৃত ব্যক্তির শিশু কন্যার হাতে চেক তুলে দেন এবং তাকে সান্তনা দেন, বড় হয়ে যেন ভালোভাবে মানুষ হয় , তাহার পাশে থাকারও আশ্বাস দেন, ছোট শিশুকে জিজ্ঞাসা করলে, তেমন কিছু বলতে না পারলেও কান্নায় বুঝিয়ে দেন, আপনজনকে খুঁজছে। হাতির হানায় ছিনিয়ে নিলো পরিবারে একজন মূল্যবান মানুষকে। তার মধ্যেও কিছুটা হয়তো চেক পেয়ে পরিবার সান্তনা পেলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn