বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিম বর্ধমানে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ যুবক। এলাকায় শোকের ছায়া 

পশ্চিম বর্ধমানে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ যুবক। এলাকায় শোকের ছায়া

 

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকায় পিকনিকের মাঝে মজা করে জলাশয়ে স্নান করতে নেমেছিলেন ৩ যুবক। এতেই ঘটে গেল বিপত্তি। তলিয়ে গেল ৩ যুবক। জানা যায়, দীর্ঘক্ষণ তল্লাশির পর বুদবুদ থানার পুলিশ ৩ জনে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ ছেলেকে হারিয়ে হাহাকার পরিবারবর্গ। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, এদিন দুপুরে ৪ যুবক গোবিন্দপুরের জলাশয়ের ধারে পিকনিক করছিল। তাঁদের মধ‍্যে ৩ যুবক জলাশয়ে নেমে তলিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয়  বুদবুদ থানার পুলিশকে। পুলিশ এবং দমকল বাহিনী পৌছে ৩ ঘন্টা অভিযান চালিয়ে জলাশয় থেকে উদ্ধার করা হয়  ৩ বন্ধুর দেহ। মৃত ৩ য‍ুবকের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন যথাক্রমে প্রীতম পাঁচাল (২৩), কৌশিক পাওন (২২) এবং অরিত্র পাল (২২)। মৃতেরা স্থানীয় বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। খবর দেওয়া হয়েছে মৃত ৩ জনের পরিবারকে। শুক্রবার (২৮ মার্চ) দেহগুলি ময়নাতদন্তের নর পরিবারের মাঝে সমঝে দেন পুলিশ। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn