সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদকদ্বয় ও বহড়ুহাইস্কুলের প্রধান শিক্ষক উপস্থিতে ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি, হেলমেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদকদ্বয় ও বহড়ুহাইস্কুলের প্রধান শিক্ষক উপস্থিতে ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি, হেলমেট ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

 

জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বহড়ুক্ষেত্র গ্ৰাম পঞ্চায়েতের বহড়ু হাইস্কুল মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীদের সুখ -দুঃক্ষের সর্বদা পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী জয়নগর এক নম্বর ব্লকের সম্পাদকদ্বয় সুরা বদ্দিন লস্কর ও পুলক দাস। সোশ্যাল যাত্রী গভমেন্ট অফ ইন্ডিয়া সহযোগিতায় অভিজিৎ চক্রবর্তী,সায়ন মন্ডল, ডাঃ জানকিনাথ মাঝির ঐকান্তিক প্রচেষ্টায় এবং পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিবন্ধী সম্মিলনীদ্বয়ের মাধ্যমে এই প্রথম জয়নগর এক নম্বর ব্লকের প্রতিবন্ধীদের হাতে ৯টি ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি ও হেলমেট দিয়ে সহযোগিতা করেছেন।৫০জনার শীতবস্ত্র বিতরন করা হয়।এই সর্বপ্রথম জয়নগর এক নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্পাদকদ্বয়ের উদ্দগ্যে ইলেকট্রিক চালিত প্রতিবন্ধীদের গাড়ি সহ হেলমেট এবং শীতবস্ত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদক সুরা বদ্দিন লস্কর প্রতিবন্ধী হাতে গাড়ি তুলে দিলেন । এবং সাংবাদিকদের মুখোমুখি বলে আমি প্রতিবন্ধীদের হাতে এই ইলেকট্রিক চালিত গাড়ি তুলে দিতে পেরে খুব গর্বিত। ফেব্রুয়ারি মাসে আমি বয়স্ক প্রতিবন্ধীদের আরো বিভিন্ন জিনিসপত্র তুলে দেবো। তিনি বলেন RPG 2016 Act এর প্রতিবন্ধীদের এক ছাতার তলায় নিয়ে আনতে হবে। তিনি আরো বলেন U D D card অতি শীঘ্রই Dist Hospital থেকে প্রদান করতে হবে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১০০০টাকার পরিবর্তে ৫০০০ টাকার দাবিতে ১০ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কমিটির পক্ষ থেকে। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সম্পাদকদ্বক সুরা বদ্দিন লস্কর ও পুলক দাস ,বহড়ুহাইস্কুলের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn