বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে পিষে দিল ডাম্পার

পশ্চিমবঙ্গে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে পিষে দিল ডাম্পার

 

 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ বছরের স্কুল ছাত্রীর। বাড়ির সামনেই তাকে পিষে দিয়ে গেল দ্রুত গতিতে আসা একটি ডাম্পার। শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে ঘটনাটি ঘটেছে, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদহ থানার শিমুরালির রাউতাড়িতে। ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখা দেয়। রাস্তা আটকে বিক্ষোভ চলতে থাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, মৃত ওই শিশুর নাম প্রীতি ঘোষ (৭)। এদিন সকালে তাঁর স্কুল ছিল। স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল ওই ছাত্রী। সে সময় দ্রুত বেগে ছুটে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনায় প্রথমে সকলেই হতবাক হয়। পরে রাস্তায় নেমে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ওই ডাম্পার ও গাড়ির চালককে আটক করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn