
পশ্চিমবঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকুরীজীবী ঐক্য মঞ্চ, নবান্ন অভিযানের ডাক
আজ ৫ই এপ্রিল শনিবার, ঠিক বিকেল তিনটায়, কলকাতা প্রেসক্লাবের মিনি অডিটোরিয়ামে , পশ্চিমবঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকুরীজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকে , এক সাংবাদিক সম্মেলন করলেন ও নবান্ন অভিযানের ডাক দিলেন।
উপস্থিত ছিলেন আশীষ খামারুই ,দেবাশীষ বিশ্বাস, সুমঙ্গল বসু সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এসএসসি ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ফলে, তারা আজ চাকরি হারা, এখনো পর্যন্ত তারা রাস্তায়, সরকারি তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনরকম সহানুভূতি পাননি। তাহারা জানান সহানুভূতি তো দূরের কথা যখনই আমরা আন্দোলন করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং আমাদের মুক্তি হওয়ার আহ্বান জানিয়েছি, আর কোন সদ উত্তর পাইনি, তো আমরা পেয়েছি পুলিশি অত্যাচার, আমাদেরকে গ্রেপ্তার করা, আমাদেরকে আন্দোলন করতে না দেওয়া। তাই যোগ্য ব্যক্তিরা বছরের পর বছর রাস্তায় পড়ে।
অথচ যারা অযোগ্য বিনিময়ে তাদের চাকরি হয়েছে, কিন্তু আজ কোর্ট এর নির্দেশে ২৬,০০০ যোগ্য ও অযোগ্য মিলিয়ে শিক্ষক-শিক্ষিকা চাকরি খোয়ালেন, আজ তারা পথে বসলো, তাহাদের পরিবার দুশ্চিন্তায়, শিক্ষা দপ্তর দুর্নীতিতে ভরে গিয়েছে, শিক্ষার মান শেষ, প্রমাণ করে দিল ,যিনি গর্ব করে বলেন এবং বাচ্চাদের উৎসাহ দেন , এবং তাদের হাতে মোবাইল ও ট্যাব দিয়ে এগিয়ে চলার পথ দেখান, আজ যা ঘটছে এটাই কি পরবর্তী ছেলেমেয়েদের এগিয়ে চলার পথ, না আরো ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়বে।
আজ আমাদের বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশুনা শিখিয়েছেন, আমরা পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি প্রার্থী হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন।, এবং যারা যোগ্য প্রার্থী চাকরি করছিলেন, দেরকে অযোগ্যদের সাথে ছাঁটাই করে দিলেন। তাহলে আর ভরসা কিসের রইল।
তাই আমরা ঐক্য মঞ্চের তরফ থেকে রাজনৈতিক নেতৃত্ব, সকল চাকুরীজীবী, সকল চাকুরীহারা ও সাধারণ মানুষকে এবং চাকরি হারার পরিবারকে আমাদের পাশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। আজ আমরা সব হারাতে বসেছি, তাই সকলকে বলবো এক সাথে গর্জে উঠুন, আমাদের ন্যায্য দাবী আদায় করে নেব, চলুন সবাই একসাথে নবান্ন অভিযান করি, আজ এই মঞ্চ থেকেই একুশে এপ্রিলের নবান্ন অভিযানের ডাক দিলাম। ঠিক দুপুর বারোটায়।
আমরা একটি ক্যাপশনের মধ্য দিয়ে সকলকে বার্তা দিতে চাই……
জীবন যখন বিপন্ন , সবাই চলো নবান্ন….
আর মন ভুলানো কথায় চললে হবে না, মন ভুলানো কথা কেউ পা দেবেন না, আমাদের ডাক 14 তলার নবান্ন। একুশে এপ্রিল আপনারা সবাই জমায়েত হন দুটি জায়গায়, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলেজ স্কোয়ার।
আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রীর কাছে আবারো জানাতে চাই, আপনারা চাকরি হারাদের জন্য ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোরে ডাক দিয়েছেন, আমরাও চাকুরী প্রার্থী তাই আমাদের জন্যও আপনারা ব্যবস্থা নিন, যদি না নেন , তাহলে নবান্ন অভিযান ভয়ংকর রূপ নেবে, এবং আমরা নবান্ন পর্যন্ত পৌঁছাব, তাহার সাথে সাথে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে জানান, আপনারা বারবার আমাদের উপর আক্রমণ করেছেন, কিন্তু জেনে রাখবেন আপনার ছেলে মেয়েরাও পড়াশোনা করছে বড় হচ্ছে, একদিন এইরকমই পরিস্থিতি আসবে।
তাই বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদে এবং স্বচ্ছভাবে সরকারি সকল শূন্য পদ পুরন ও বঞ্চিতদের সুনিশ্চিত চাকরির দাবিতে, যোগ্যদীপ চাকরি ফিরিয়ে দিতে, আমাদের এই আন্দোলন। এবং যারা এই সকল দুর্নীতি করেছে তাদের শাস্তির দাবিতে আজ আমরা বৃহত্তর আন্দোলনের পথে, হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা, পরিবার, রাজনৈতিক সংগঠন একসাথে পথে নামবে।