পশ্চিমবঙ্গে নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে ৩ শিশুর মৃত্যু
ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে তলিয়ে গেল ৩ শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙায়। ৩ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মামার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। নদীতে ঝিনুক কুড়োতে গিয়েছিল। সেই ঝিনুক কুড়োতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল ৩ জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। মৃত ৩জনের মধ্যে ২ জন সম্পর্কে ভাইবোন এবং আরেকজন তাদের মামাতো ভাই। ৩ জনের বয়স ১০-১২ বছরের মধ্যে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট লাগোয়া ধরলা নদীতে। স্থানীয় সূত্রে খবর, মামা অনুকূল বর্মনের বাড়িতে বেড়াতে এসেছিল সুম্মিতা এবং তার ভাই আকাশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুরে মামাতো ভাই অংকুশ বর্মনের সাথে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে আসেন সুম্মিতা অধিকারী এবং তার ভাই আকাশ অধিকারী।