পশ্চিমবঙ্গে গ্রেফতার ৪ বাংলাদেশি নাগরিক আটক
ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারে ধরমপুর বীরপাড়ার একবাড়িতে আশ্রয় নিয়েছেন ৪ বাংলাদেশি। গোপনসূত্রে খবর পেয়ে, শুক্রবার (২৯ নভেম্বর ) রাতে অভিযান চালায় তারা। অভিযানে এক মহিলা সহ ৪ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছে পাসপোর্ট, ভিসা না থাকায় তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুমি আক্তার, ইমন বিশ্বাস, শংকর বিশ্বাস, রুপকুমার বিশ্বাস। তাদের বাড়ি বাংলাদেশের বলাডাঙা, ধাওয়াখালি, চাকুলিয়া ও সবার নদী নগর। ধৃত ৪ জনকে শনিবার (৩০ নভেম্বর ) কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছেন। কোন পথে বর্ডার পেরিয়েছেন। কে বা কারা তাদের বর্ডার পার করতে সাহায্য করেছে। কোনও নাশকতার ছক ছিল কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
Post Views: ৭০