শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের বোলপুরে বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত ২

পশ্চিমবঙ্গের বোলপুরে বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড ! ঝলসে মৃত ২

 

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত কমপক্ষে ২ জন। আহত অন্তত ৫। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি ) রাত ৮ টা ৩০ মিনিটে বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামের একটি আবাসনের ২য় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনটিকে। ঝলসে প্রাণ হারান ২ জন। ঘটনায় আহত অন্তত ৫। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা জানান, শ্রীনিকেতন রোডের উপর জনবহুল এলাকায় আবাসনটি থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা। নজরে আসে লেলিহান শিখা। তারপরই দমকল বিভাগে খবর দেওয়া হয়। পরে দমকলের ৩টি ইঞ্জিন আসে। দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে ছিল। দমকলের কাছে বড় কোন ল‍্যাডার ছিল না। বাঁশের তৈরি সিঁড়ি দিয়ে ২য় তলায় উঠে কোনও রকমে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকলের কর্মীরা। এ ঘটনায় স্বপন নন্দী (৬৮) ও অঞ্জু নন্দী (৬২) নামে ২ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আহত ২ শিশু সহ ৫ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসিতে বিস্ফোরণের জেরে এই অগ্নিকান্ড। অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( বোলপুর) রানা মুখোপাধ‍্যায় বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল ৬০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ‍্যে ৫ জন আশঙ্কাজনক। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে শোনা যাচ্ছে, আমরা খতিয়ে দেখছি। এ মর্মান্তিক অগ্নিকান্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn