শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের বিখ্যাত গজল শিল্পী মোঃ আবুল কালাম ও মোঃ হুজাইফা চালতাবেড়িয়া গায়েন পাড়া যুব উন্নয়ন সমিতির মাঠে গজলে মানুষ কে মনমাতালেন

পশ্চিমবঙ্গের বিখ্যাত গজল শিল্পী মোঃ আবুল কালাম ও মোঃ হুজাইফা চালতাবেড়িয়া গায়েন পাড়া যুব উন্নয়ন সমিতির মাঠে গজলে মানুষ কে মনমাতালেন

 

জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের চালতাবেড়িয়া গায়েন পাড়া যুব উন্নয়ন সমিতির অক্রান্ত পরিশ্রমে পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী মনমাতানো আড়োলোম সৃষ্টি কারক শিল্পী সূদূর মেটিয়াব্রুজ থেকে আগত মোঃ আবু কালাম সাহেব, মোঃ হুজাইফা সাহেব, ও উত্তর ২৪ পরগনার থেকে আগত মোঃ আরিফ আমিনি এবং ইশিকা সুলতানা । তাদের পশ্চিমবঙ্গের মনমাতানো আড়োলোম সৃষ্টি কারী গজল পরিবেশন করে গোটা চালতাবেড়িয়া গ্ৰামকে মনিমুগ্ধ সৃষ্টি করেছেন।চালতাবেড়িয়া গায়েন পাড়া যুব উন্নয়ন সমিতির তিনদিন ধরে মুসলিম কালচার মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে চালতাবেড়িয়া এযেন ফুলের বাগান বসিয়েছেন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় তার সঙ্গে সঙ্গে সামাজিক মূলক কাজে এগিয়ে এসেছে এই যুব উন্নয়ন সমিতি। গায়েন পাড়া যুব উন্নয়ন সমিতির মানুষের কল্যাণে জন্য প্রথম দিন শ্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ সূচনা হয়। সর্বমোট শতাধিক মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষের তুলনায় মহিলা বেশি লক্ষ্য দেখা গেছে।দ্বিতীয় দিন ইসলামির ধর্মীয় জলসা এবং শেষ দিন গজল লাইট অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চালতাবেড়িয়া অঞ্চলের বাহার উদ্দিন জমাদার সহ এলাকার বুদ্ধিজীবীগণ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn