সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের ফালাকাটায় হাতির হানায় একই পরিবারের ৩ জনের মৃত্যু 

পশ্চিমবঙ্গের ফালাকাটায় হাতির হানায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

 

ভারতের  পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জলদাপাড়া বনাঞ্চলে বুনো হাতির হামলা। এতে প্রাণ হারাল ৩৫ দিন বয়সী এক দুধের শিশুকন‍্যা সহ একই পরিবারের ৩ জন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফাটাকাটার কুঞ্জনগরে। স্থানীয় সূত্রে প্রকাশ, শুক্রবার (৩০ মে) মধ‍্যরাতে কুঞ্জনগর এলাকায় প্রবেশ করে একটি হাতির দল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হন। পেশায় টোটো চালক মনোজিৎ দাস (৩২)। বাড়ির পাশে সেখানেই তাঁকে আক্রমণ করে হাতিটি। কোমর ও পুরুষাঙ্গে আক্রমণ করায় গুরুতর আহত হন তিনি। ছেলের চিৎকার শুনে ঘর থেকে বের হন মাখন রানী দাস (৬৫)। বৃদ্ধার কোলে ছিল মনোজিতের ৩৫ দিন বয়সের শিশুকন‍্যা। হাতিটি তখন দ্রুত বেগে ওই বাড়িতে ঢুকে বৃদ্ধাকে পিষে দেয়। কোল থেকে ছিটকে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। তবে শিশুটিকে সেভাবে আঘাত করেনি হাতিটি। কিন্তু ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে পাশে পাকা দেওয়ালে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। বনদপ্তরের গাড়িতেই আহত মনোজিত ও তার শিশুকন‍্যাকে তড়িঘড়ি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর মনোজিতের মৃত্যু হয়। শনিবার (৩১ মে) ৩টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিন সকাল থেকে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ৩ জনের এই মৃত্যুতে  গোটা পরিবারের বাকরুদ্ব হয়ে পড়েছে। জলদাপাড়া বনদপ্তর জানিয়েছে, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি ও পাবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn