সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কান্ডে মৃত বেড়ে ৮

পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কান্ডে মৃত বেড়ে ৮

 

 

ভারতের পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণ কান্ডে মৃত বেড়ে ৮। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুতপা বণিকের। এদিকে বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলেরই দাবি, জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছিল তাঁরা। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। এদিকে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক ২ ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এলাকায় বাসন্তী পুজো উপলক্ষে সোমবার (৩১ মার্চ) রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বৈআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে প্রকাশ। এদিন রাত ৯টায় আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। তা থেকেই বিপত্তি। জানা যায়, বাড়িতে একাধিক গ‍্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলি ফাটতে শুরু করে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমাচ্ছিল। মহিলারা ও তাদের সঙ্গেই ছিল। আচমকা বিস্ফোরণ ঘটায় বাড়িতে থেকে কেউ বেরতে পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যরা। রাতেই শিশু সহ ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। ১ জনকে পাঠানো হয় হাসপাতালে। মঙ্গলবার (১ এপ্রিল ) ভোররাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে সুতপা বণিক নামে বধূর। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, পরিবারের বাকি ৩ সদস্য ঘটনার পরই এলাকা থেকে পালিয়েছে। তাঁদের এখনও হদিশ মেলেনি বলেই খবর। এদিকে বাজি কারখানার মালিক ২ ভাই চন্দ্রকান্ড বণিক ও তুষার বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ঢোলাহাট থানায়। তাঁদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn