শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের নদিয়ায় গ্রেফতার ৪ বাংলাদেশি নাগরিক 

পশ্চিমবঙ্গের নদিয়ায় গ্রেফতার ৪ বাংলাদেশি নাগরিক

 

ফের ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষছিলেন তাঁরা। সেই সময় তাঁদের পাকড়াও করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। তাঁরা ২ মাস আগে চোরাই পথে দালালের সাহায্যে ভারতে এসেছিল বলে খবর পুলিশ সূত্রে। পুলিশ জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) রাতে ওই ৪ অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী ওই এলাকায় যায় পুলিশ। ৪ জনকে দেখে সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। দেখতে চাওয়া হয় তাঁদের পরিচয়পত্র। কিন্তু কিছুই তাঁরা দেখাতে পারেননি। পরে তাঁরা স্বীকার করে নেন যে, তাঁরা প্রত‍্যেকেই বাংলাদেশের নাগরিক। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত জসিম উদ্দিন ইসলামের বাড়ি বাংলাদেশের মহেশপুরে। আকলিমা সর্দার ও বাহারুল শেখের বাড়ি খুলনায়। কুদ্দুস সরকার থাকে নড়াইলে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় পুলিশি তল্লাশি ও বিএসএফের কড়া পাহারার জন‍্য ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো দালালের মাধ্যমেই ফের সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। বাংলাদেশিদের সঙ্গে রাজীব বিশ্বাস নামে এক দালালকে ও গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ) ধৃতদের রানাঘাট বিচার আদালতে পেশ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn