বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের দিনহাটায় ২৮ বাংলাদেশি গ্রেফতার 

পশ্চিমবঙ্গের দিনহাটায় ২৮ বাংলাদেশি গ্রেফতার

 

বৃহস্পতিবার (২৯ মে) মধ‍্যরাতে ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের দিনহাটা থানার পুলিশ। ধৃতদের মধ‍্যে ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। কোচবিহার জেলার দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃতরা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটার কাজ করতেন। অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে সেই সব জায়গায় পুলিশি অভিযান শুরু হওয়ায় তাঁরা নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টায় ছিল। শেষমেশ বিহারের গয়ায় একটি ইটভাটায় কাজ করা শুরু করে ছিল এই অবৈধ অনুপ্রবেশকারীরা। কিন্তু সেখানেও পুলিশি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কোচবিহার সংলগ্ন কাঁটাতার হীন সীমান্ত এলাকা দিয়ে তাঁরা নিজের দেশে বাংলাদেশে ফিরে যেতে তৎপর হয়ে ওঠে। সেই চেষ্টা চলাকালীন এদিন দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই ২৮ জনকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। শুক্রবার ( ৩০ মে) তাঁদের দিনহাটা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn