
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে পারিবারিক বিবাদে কুড়ুলের কোপে বউদিকে ” খুন” গ্রেফতার যুবক
ভারতের পশ্চিমবঙ্গের হাড়হিম করা ঘটনা। পারিবারিক বিবাদের জেরে বউদিকে খুন করল যুবক। ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। মৃতার নাম রাধারানী পাত্র (৫৫)। পুলিশ ঘটনায় অভিযুক্ত গ্রেফতার করেছে। ধৃতের নাম রঞ্জিত সাধু। পুলিশ সূত্রে প্রকাশ, বেশ কয়েকদিন ধরেই ওই পরিবারে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদ চলছিল। সোমবার (৩ মার্চ) রাতে সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে কুড়ুল নিয়ে হামলা চালায় ওই যুবক। বউদি রাধারানীকে কুড়ুল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। তাঁকে বাচঁতে এসেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র। সঙ্গে ছিলেন আরেক প্রতিবেশী চম্পা সবর। অভিযুক্ত রঞ্জিত সাধু তাঁদের উপরে ও কুড়ুল নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন ওই ৩ জন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে রাতেই ওই এলাকায় অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। রাতেই গ্রেফতার করা হয় ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু কি কারণ এই হামলা ? সেই বিষয়টি এখনও পরিস্কার নয়। পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে। এলাকাতে ও মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।