শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

পরিণীতি চোপড়ার বিয়ে ২৫ সেপ্টেম্বর

গত মে মাসেই দিল্লিতে ধুমধাম করে বাগদান সেরেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেই সময়ই শোনা গিয়েছিল শীতকালেই চার হাত এক হবে জুটির। তবে তর সইছে না ‘ইশকজাদে’ নায়িকার। আগামী সেপ্টেম্বরেই রাঘব চড্ডার গলায় মালা দেবেন
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিণীতি ও রাঘব এ বছরের ২৫ সেপ্টেম্বর বিয়ে করতে চলেছেন। তবে, এ বিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এদিকে জানা যায়, বিয়ের ক্ষেত্রে দিদি প্রিয়াঙ্কা চোপড়ার পথ অনুসরণ করতে চলেছেন পরিণীতি।
রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। এবার উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ এ গাঁটছড়া বাঁধবেন পরিণীতি ও রাঘব।
রাঘব ও পরিণীতির পরিচয় বহুদিনের। একসঙ্গে তারা পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনোমিকসে। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন তারা।
গেল মার্চ মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় দুইজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। এরপরেই আরও একটি রেস্তোরাঁয় দেখা যায় তাদের। এর পর থেকেই তাদের প্রেম নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। এরপর আংটি বদল করেন পরিণীতি-রাঘব। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn