রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পবিপ্রবিতে বহিরাগতদের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ

পবিপ্রবিতে বহিরাগতদের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা দেওয়া, আবাসিক হলে অবস্থান, মাদক সেবন, এবং কেন্দ্রীয় ও হল মাঠে ফুটবল খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, অবৈধভাবে ওয়াইফাই ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এসব কাজে বহিরাগতদের কোনো ধরনের সহযোগিতা না করেন। ক্যাম্পাসে অবস্থানকালে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) বহন করতে বলা হয়েছে।

শিক্ষার পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিয়মিত টহল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং বহিরাগতদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে।

এই নিয়মগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো অনিয়মের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করার আহ্বান জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn