
শবে বরাত উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিবৃতি
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এটি একটি বরকতময় রাত। এই রাত মুসলমানদের জন্য একটি মহিমান্বিত রজনী। এই রাতে বান্দা ইবাদত করলে তার গুনাহ মাফ হয়। মহান আল্লাহ তায়ালা প্রত্যাশা করে বান্দা যে কোনো কারণে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করুক এবং তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন। তাই পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁর গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময়-সুযোগ বাতলে দিয়েছেন। শবে বরাত তেমনি একটি নির্ধারিত রাত।
আমি বাংলাদেশের জনগণের প্রতি শবে বরাতের শুভেচ্ছা জানাই। আমার কাছে বাংলার মানুষ আমার পরিবারের সদস্য। আমি বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি করার লক্ষ্যে সমর্পিত ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। আজ এই শুভক্ষণে পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন বাংলাদেশের জনগণের উপর কৃপা করেন এবং বাংলাদেশে বর্তমান সকল সংকট, বালা মসিবত কেটে গিয়ে যেন বাংলার জনগণ সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে। উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা আমাকে পরিপূর্ণ তৃপ্তি দান করে। আমি সকল পরিস্থিতিতে সর্বদা বাংলার মানুষের কল্যাণ দেখতে চাই, ললাটে দুশ্চিন্তার ভাঁজের পরিবর্তে দুখী মানুষের মুখে হাসি দেখতে চাই।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।