রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

পবিত্র শবে – ই- বরাত উপলক্ষে চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

পবিত্র শবে – ই- বরাত উপলক্ষে চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফে হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল

যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে – ই- বরাত উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহ্য বাহী মুড়ারবন্দ দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার কক্ষে প্রতি বছরের ন্যয় এবার ও অত্র হাফিজিয়া মাদ্রাসা আয়োজনে এবং হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা আলহাজ্ব সাহিদুর রহমান চৌধুরী সাফি নিজ অর্থায়নে হাফেজকে পাগড়ি পরিধান। এছাড়া মুড়ারবন্দ জামে মসজিদ ও অত্র হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রাজিব আহমেদ লিমন এর নিজ তহবিল থেকে হাফেজ ও শিক্ষক কে নগদ অর্থ প্রধান করেন । উক্ত অনুষ্ঠানে মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে ও অত্র হাফিজিয়া মাদ্রাসা অধ্যক্ষ এবং জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী পরিচালনায় মাদ্রাসা অর্ধ শতাধিক ছাত্র , শিক্ষক , দরবার শরীফের খাদেম , অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আজমিরী শরীফ হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) দরবার শরীফের খাদেম হাজী ওয়াসিম উদ্দিন চিশতী । বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুনারুঘাট হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আফসার আহমদ । এ-সময় বক্তব্য রাখেন মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম গদ্দিনিশীন পীর নজরুল আহমদ চিশতী , খাদেম গদ্দিনিশীন পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী , খাদেম সৈয়দ অলি আহমেদ চিশতী প্রমূখ ।
বক্তব্য শেষে অত্র হাফিজিয়া মাদ্রাসার তিন জন হাফেজ ছাত্রকে পাগাড়ি পরিধান ও নগদ অর্থ প্রধান করা হয়। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পূর্ব বাগুনীপাড়া গ্রামের রমিজ আলী ছেলে মোঃ মোঃ সুলতান আলী জীবন , চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মোঃ হিরা মিয়া ছেলে মোঃ রাকিবুল হাসান রাহী ও একই উপজেলার বসন্তপুর গ্রামের আনজব আলী ছেলে মোঃ রুবেল মিয়া । পাগড়ি ও নগদ অর্থ প্রধান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রধান অতিথি ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn