
বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সমীর আচার্য্য দুরারোগ্য রোগে মৃত্যুবরণ করেন। তিনি চান্দগাঁও থানার অন্তর্গত কুয়াইশ গ্রাম নিবাসী স্বনামধন্য জ্যোতিষবিদ ছিলেন। ২ জুলাই বিকাল ৩টার সময় মোমিন রোডস্থ কদম মোবারক অষ্টম তলা ভবনে জ্যোতিষবিদ কার্তিক আচার্য্যের চেম্বারে এক শোকসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যক্ষ এ. আর. আচার্য্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মাধব আচার্য্য। উল্লেখ্য যে, প্রয়াত সমীর আচার্য্য জ্যোতিষ জগতে জ্যেতিষ শাস্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অপরিসীম অবদান রেখে গেছেন এবং সমাজে সর্বস্তরের মানুষের কাছে একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে সুপরিচিত ছিলেন। উক্ত সভায় বক্তব্য রাখেন ড. মাধবাচার্য্য, অধ্যক্ষ এ আর. আচার্য্য, নীল রতন দাশগুপ্ত, লায়ন পন্ডিত সলিল আচার্য্য, কার্তিক কুমার আচার্য্য, স্বপন চক্রবর্ত্তী, তপন নয়ন আচার্য্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন বিপুল সরকার, লিটন আচার্য্য, লায়ন অপু চক্রবর্ত্তী, পলাশ কান্তি দাশ, শয়ন আচার্য্য, রাজু আচার্য্য, অরুপ আচার্য্য, তরুন কুমার আচার্য্য, দিবাকর আচার্য্য, অনুপ আচার্য্য, সমীরণ আচার্য্য, দুলাল আচার্য্য, কুশমিশ্র মিন্টু আচার্য্য, জয় আচার্য্য, সাগর আচার্য্য, টিটু আচার্য্য সকলে প্রয়াত ব্যাক্তির আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।