রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

পদ্মার এমডির পদত্যাগ

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। গত রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর পর থেকে আর ব্যাংকে যাচ্ছেন না। পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করেছেন। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের বছরের মার্চে তারেক রিয়াজ খান তিন বছরের জন্য পদ্মা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। ফলে ২০২৫ সালের মার্চ পর্যন্ত তার মেয়াদ ছিল। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।
পদ্মা ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের জমা টাকা ফেরত দেওয়া নিয়ে ব্যাংকটি এখনো সমস্যায় রয়েছে। নামে-বেনামে যে সব ঋণ দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে কম পরিমাণ অর্থ ব্যাংকে ফেরত আসছে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে ভুগছে। সাধারণ গ্রাহকদের পাশাপাশি আমানতকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান টাকা ফেরত চাইছে, তবে ব্যাংকটি সবাইকে টাকা ফেরত দিতে পারছে না বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn