শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

সংঘরাজ পণ্ডিত শাসনশ্রী মহাথেরোর ২২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে  মহতি সংঘদান অনুষ্ঠিত 

সংঘরাজ পণ্ডিত শাসনশ্রী মহাথেরোর ২২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত

 

চন্দনাইশে চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ও চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির মহোদয়ের গুরু ভান্তে ১১তম সংঘরাজ ভদন্ত শাসনশ্রী মহাথেরো মহোদয়ের স্মৃতি স্মরণে আয়োজন করে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘরাজ সারমেধ – পূর্ণাচারের পরমপরা উত্তরসুরী, শাসন সদ্ধর্মের ধ্বজাধারী, থেরবাদী বৌদ্ধ ধর্মের অন্যতম কর্নধার, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য একাদশ সংঘরাজ, শাসন কান্ডারী, সুসাহিত্যিক ও পরম পূজনীয় ধর্মপিতা প্রয়াত পণ্ডিত শাসনশ্রী মহাথেরোর ২২তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এতদসঙ্গে প্রয়াত সংঘমনীষাগণের পুণ্যস্মৃতি স্মরণে, প্রয়াত পিতা সুনীল কান্তি বড়ুয়া, প্রয়াতা মাতা শোভা রানী বড়ুয়া ও ভ্রাতা প্রয়াত উত্তম কুমার বড়ুয়সহ চরবরমা সুগত বিহারের প্রয়াত সকল উপাসক-উপাসিকাগণের পারলৌকিক সদ্গতি সুখ শান্তি নির্বাণ এবং মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্গমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের নীরোগ দীর্ঘায়ু জীবন কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান ও স্মৃতিচারণ এবং সদ্ধর্মসভা অনুষ্ঠান গতকাল ১২ মে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির।

প্রধান অতিথি ছিলেন জামিজুরী সুমনাচার বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির।

বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সংঘরত্ন মহাস্থবির, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত বুদ্ধপাল মহাস্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত বোধিমিত্র স্থবির, ভদন্ত শরনানন্দ স্থবির, ভদন্ত তিষ্যংকর স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির।

আরও উপস্হিত ছিলেন ভদন্ত সুমনালংকার স্থবির, ভদন্ত মত্রিপাল স্থবির, ভদন্ত প্রিয়মিত্র ভিক্ষু, মৈত্রীজ্যোতি ভিক্ষু জ্ঞানজ্যোতি ভিক্ষুসহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ।এই মহাসংঘদান অনুষ্ঠান মধ্যাহ্নভোজনের মাধ্যমে শেষ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn