মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

পটিয়ার কচুয়াইর গৃহবধূ জেরিন আক্তার হত্যার খুঁনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের  পটিয়া উপজেলার  কচুয়াইর ইউনিয়নের ফারুকি পারা রোডের শেখ মুহাম্মদ পারার শ্বশুর বাড়ি থেকে  গত ৩০ এপ্রিল গৃহবধূ  জেরিন আক্তারে (২২) লাশ উদ্ধার করে পুলিশ। তবে, শ্বশুর বাড়ির লোকজন  জেরেনিকে হত্যা করেছে এমনটি দাবী করছে জেরিনের পরিবার।

এদিকে জেরিন হত্যার দ্রুত বিচার চেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  ‘চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের’ উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, ছাত্রসমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, জেরিনকে ঠান্ডা মাথায় শ্বশুর বাড়ির লোকজন খুন করেছে।আর  খুনিরা হলেন তার স্বামী দিদার আলম ওরপে দিদার, আবু তৈয়ব, দিদারের ভাগ্নে হৃদয়।

জেরিনের মা জেসমিন আক্তার বলেন, আমার তরতজা মেয়ে কে তারা যৌতুকের জন্য হত্যা করছে, ভবিষ্যৎ যৌতুকের জন্য এমন ঘটনা যেন আর না হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইনমন্ত্রী, সহযোগিতা কামনা করেন, বক্তারা জেরিন আক্তারের খুনি স্বামী দিদার, বড় ভাই আবু তৈয়ব, ভাগ্নে হৃদয় কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসমত খাঁন আতিফ জয়নাল আবেদীন, রবিউল আলম, সুলভ বড়ুয়া, আশরাফ, মুহাম্মাদ মোর্শেদ, আন্জুমান আরা তানি, জেরিনের বাবা আমীর আলমদার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn