শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পঞ্চগড় প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার চেষ্টা

পঞ্চগড় প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার চেষ্টা

 

চলমান উত্তেজনার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে মোতায়েন সেনাবাহিনী ও পুলিশ।

জানা যায়, বুধবার (২৮ মে) রাত থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আকার ধারণ করেছে। এক পক্ষ প্রেসক্লাবে তালা লাগিয়ে দিলে অপর পক্ষ তা ভেঙে প্রেসক্লাবে প্রবেশ করে। এর জেরে শহরের চৌরঙ্গী মোড় থেকে জালাসী মোড় পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এই পরিস্থিতিতে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চগড় প্রেসক্লাব ও চৌরঙ্গী মোড় হতে জালাসী মোড় পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। আদেশে সকল প্রকার জনসমাবেশ, মাইক ব্যবহার, সভা, মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা জরুরি সেবা প্রদানকারী সংস্থা যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ঔষধ সরবরাহকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা ইউএনও জাকির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সেনাবাহিনী ও পুলিশ নিয়ে গিয়ে এ ঘোষণা দেন এবং উভয় পক্ষের সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। পরে সকলে বেরিয়ে গেলে তালা লাগিয়ে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn