শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ২০০ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা

 

পঞ্চগড়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত এবং বোর্ডের মেধা তালিকায় স্থান পাওয়া ২০০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় । সোমবার ( ২৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামের হল রুমে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে ২০০ জন কৃতি ছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক, মোঃ জহুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার এবং বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক মাহামুদুল হক বক্তব্য রাখেন । অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম এবং আবু তালেব সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে কৃতি ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অতিথিরা। পরে তাদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে সংবর্ধিত হয়ে ছাত্রীরা উচ্ছসিত হয়েছেন সেই সাথে আয়োজক স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি,পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম তার বক্তব্যে জানায় এই কৃতি শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের দিকে বিশেষ নজর দিয়ে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। তাছাড়া বর্তমানে নারীরা পুরুষদের থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। পঞ্চগড়ের এই নারী কৃতি ছাত্রীরা আগামি দিনে দেশের কল্যানে এবং ভবিষতে একটি বড় শ্বপ্ন পুরনে তারা কাজ করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn