সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে দুদিন ধরে সূর্যের আলো নেই অতিরিক্ত ঠান্ডায় জনজীবন কাহিল

পঞ্চগড়ে দুদিন ধরে সূর্যের আলো নেই অতিরিক্ত ঠান্ডায় জনজীবন কাহিল

 

বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা হিমালয় কন্যা নামে পরিচিত। হিমালয় পর্বত কাছে হওয়ার কারণে গত দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা। সারাদিন হিমেল বাতাস রাত্রে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড় জেলা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা নেমে আসে। রাত্রে এবং সকালে বৃষ্টির মত টিপ টিপ পানি পড়তে থাকে। পঞ্চগড়ের বোদা উপজেলার কলেজপাড়ার বাসিন্দা রায়হান গণমাধ্যম কর্মীদের জানান, গত দুইদিন ধরে সূর্যের দেখা মিলেনি অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতেছি। ভ্যান চালক মোতালেব জানান অতিরিক্ত ঠান্ডার কারণে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছি। ঠান্ডার কারণে আয় উপার্জন কমে গেছে মানুষ ভ্যানে চরতে চায় না অতিরিক্ত ঠান্ডার কারণে। আগে ভ্যান চালিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা যেত আর এখন ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করা খুবই কষ্টকর। বোদা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় অতিরিক্ত ঠান্ডার কারণে নিমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এবং স্টকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।আবহাওয়া অফিস জানিয়েছে আরো দু চার দিন এই আবহাওয়া থাকতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn