
পঞ্চগড়ে আদালতে মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড
পঞ্চগড়ে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় শুকুর আলী নামের এক মাদককারবারিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শুকুর আলী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সহকারী উপ-পরিদর্শক মো. মত্তালেব আলী ও মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শুকুর আলীর নিজ বসতবাড়ির একটি কক্ষে খাটের নিচ থেকে লাল রঙের একটি প্লাস্টিক ব্যাগে রাখা ১৪ বোতল কোডিন ফসফেট মিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় আসামি পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ওইদিনই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. আশরাফুল হক বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা দায়ের করেন।