বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে অতিরিক্ত ঠান্ডার কারণে জনজীবন কাহিল

পঞ্চগড়ে অতিরিক্ত ঠান্ডার কারণে জনজীবন কাহিল

শীতের জেলা পঞ্চগড়। পঞ্চগড় জেলা হিমালয়ের কন্যা নামে পরিচিত। সকাল হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা এবং ঠান্ডায় কাইল হয়ে যায় খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। সকালবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড় জেলা। কলেজপাড়ার বাসিন্দা বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আল আমিন গণমাধ্যম কর্মীদের জানান ফজরের নামাজের সময় চতুর্দিকে ঘন কুয়াশার কারণে কোন কিছু ঠিক মতো দেখা যায় না ওই সময় অতিরিক্ত ঠান্ডার কারণে সম্পূর্ণ শরীর অবশ হয়ে যাওয়ার মত অবস্থা। বোদা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় শীতের কারণে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কোবির জানান অতিরিক্ত ঠান্ডার কারণে স্টকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, অতিরিক্ত শীতের কারণে নিমুনিয়া জ্বর সর্দি কাশি সহ নানারকম ঠান্ডা জনিত রোগের উপসর্গ নিয়ে বোদা সদর হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার কারণে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষেরা সকালবেলা ঘর হতে বাহির হতে পারতেছে না। প্রতিদিন দুপুরের পরে সূর্যের দেখা মেলেএবং বিকেল হওয়ার সাথে সাথেই ঠান্ডায় কাতর হয়ে যায় পঞ্চগড় জেলা বাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn