
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালা-ভাগনিসহ নিহত -৩ জন ও গুরুতর আহত ২ জন
পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে খালা-ভাগনিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা তিনটার দিকে দেবীগঞ্জ পৌরসভার পাকুরীতলা এলাকায় মদিনা কোল্ডস্টোরেজ-সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া এলাকার তাপস চন্দ্র রায়ের স্ত্রী শ্যামলী রানী রায় (৩০), দেবীগঞ্জ উপজেলার রাজার হাট এলাকার হরেন্দ্র নাথের মেয়ে দেবশ্রী রায় (৭) এবং পামুলী ইউনিয়নের জোতভূবন পাড়া এলাকার অরুন চন্দ্র রায়ের স্ত্রী ভরসা রানী (৩৫)। নিহত দেবশ্রী ও শ্যামলী সম্পর্কে খালা-ভাগনি।
আহত অজয় কুমার রায় (৩৮) দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীর হাট এলাকার সুরেন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে অজয়ের বেয়াইন মারা যান। বৃহস্পতিবার সকালে অজয় তার পরিবারের সদস্যদের নিয়ে চিলাহাটি ইউনিয়নে মরদেহ দেখতে যান। সেখান থেকে ইজিবাইকে তারা বাড়ি ফিরছিলেন। পাকুরীতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই শ্যামলী রানী রায় মারা যান। দেবশ্রী রায় হাসপাতালে পৌঁছার পর মারা যান এবং রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভরসা রানী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে।