বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন আজ

ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন আজ

বাংলাদেশের বিশিষ্ট হোমিও গবেষক, লেখক ও চিকিৎসক, খ্যাতিমান লেখক, সাংবাদিক ও প্রাবন্ধিক ডা. মাহতাব হোসাইন মাজেদ পরিচালিত দেশের স্বনামধন্য হোমিও চিকিৎসা সেবা কেন্দ্র ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টার চট্টগ্রাম শাখার উদ্বোধন আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম নগরের অলংকার শপিং মলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও চট্টগ্রাম ল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী,। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: রতন চক্রবর্তী, দৈনিক আমাদের বাংলা সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মো জামাল উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক মো: কামাল উদ্দিন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মো : নুরুল কবির, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি মো : শাহাদাত হোসেন ভূঁইয়া বাবুল, নিউজ গার্ডেন ২৪ ডটকমের সম্পাদক কামরুল হুদা, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রেফাত সিদ্দিকী, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা মাওলানা ইমাম হোসাইন ফারুক।
প্রতিষ্ঠানের কর্ণদ্বার ডা. মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান ও ন্যাশনাল হোমিও রিচার্জ সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn