বৃহস্পতিবার - ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াজিষপুরে ফতেনগর চৌমুহনী বাজার পরিচানা কমিটির ঈদ পুণর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান এখন সমৃদ্ধ একটি উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যে যতগুলো উন্নয়ন হয়েছে তা আজ দশ্যমান। এরই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া রাউজান এখন স্বপ্নের রাউজান। রাউজানবাসীকে নিয়েই আমার স্বপ্ন উল্লেখ করে তিনি আরও বলেন, রাউজানের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকুক, ব্যবসা করে স্বাবলম্বী হোক এটাই আমাদের প্রত্যাশা। রোববার রাতে নাদিয়া কনভেনশন হলে নোয়াজিষপুর ফতেনগর গাবগুলাতল চৌমুহনী বাজার পরিচানা কমিটির ঈদ পুণর্মিলনী ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান ইকবাল, প্রকৌশলী শাহজাহান কবির মুন্না, ডাক্তার নারায়ণ চন্দ্র নাথ। ছাত্রলীগ নেতা আব্দুল মোতালেব সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব অহমদ ছগীর, সায়েমুর রহমান রিপুল, নুরুল আমিন মুন্সি, দিদারুল আলম, ডা: খোরশেদ,আলহাজ্ব নুরুল আলম, হারুনুর রশিদ মেম্বার, শাহাদাত মঞ্জুর হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, ইসমাঈল হোসেন, বখতেয়ার হোসেন, শফিউল বশর, কামরুল হাসান, আলাউদ্দীন আলম, শওকত ওসমান চৌধুরী, কুতুব উদ্দিন সিকদার, মো. সেলিম, ডা: রিগান শীল, মোঃ হাসেম, অভি রায়, সালাউদ্দিন, মো. আলম, মো. জামাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরীকে ও ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারকে সম্মানা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিনামূল্যে চক্ষুসেবায় অবদানের জন্য রয়েল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথকে সংবর্ধনা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn