
নোয়াখালীর এসপি আবদুল্লাহ্-আল্-ফারুক বিভিন্ন চেকপোষ্টের কার্যক্রম পরিদর্শন
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্-আল্-ফারুক বেগমগঞ্জ থানা এলাকায় বিভিন্ন চেকপোষ্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৬ মার্চ ) নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্-আল্-ফারুক মধ্যরাতে বেগমগঞ্জ থানা এলাকায় বিভিন্ন চেকপোষ্টের কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সম্মানিত জনসাধারণের চলাচল কে নির্বিঘ্ন করতে ও জেলার পুলিশ বাহিনী কে গতিশীলতা আনয়নে এক অনন্য নিদর্শন স্হাপন করেন। জেলার জনসাধারণ আশাবাদী, এরকম নির্ভীক পুলিশ অফিসারের কর্ম তৎপরতা চলমান থাকলে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে।
Post Views: ৩৮