শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

নেত্রকোণার দুর্গাপুর থেকে মালিকবিহীন ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার দুর্গাপুর থেকে মালিকবিহীন ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

 

নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থেকে মালিকবিহীন ২৩৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এই মাদক পরিবহন কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ মে) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

জানা গেছে গেল বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বিদেশী মাদক ও নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারভেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস হতে আনুমানিক দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে বিদেশী এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

তিনি আরো জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn